রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ সেপ্টেম্বর মঙ্গলবার, ১০ মহররম পবিত্র আশুরা। গতকাল বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আজ রবিবার হিজরি চান্দ্রবর্ষ অর্থাৎ ১৪৪১ হিজরি সনের প্রথম দিন ১ মহররম। শুভ নববর্ষ। ইসলামের ইতিহাস অনুযায়ী, বিশ্ব মুসলিমকে ইসলামের চেতনায় উদ্দীপ্ত করতে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক (রা.) খেলাফতের চতুর্থ বছর (৬৩৮ খ্রিস্টাব্দ) থেকে আরব দেশে হিজরি নববর্ষ প্রবর্তন করেন। ১ মহররম দিনটি মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ মর্যাদার। একই সঙ্গে কারবালা প্রান্তরে নবী দৌহিত্র হজরত হোসেনের শাহাদাতবরণের দিন  অর্থাৎ ১০ মহররম আশুরার দিনটি ইসলামে বিশেষ গুরুত্বপূর্ণ ও মর্যাদার দিন। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) আশুরা উপলক্ষে দুই দিন রোজা পালন করেছেন। পবিত্র হাদিসে আশুরার গুরুত্ব বর্ণিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

 সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর