সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একে ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোর ৪টায় সিদ্ধিরগঞ্জ পুলের ৬ তলা ভবনের ওই পোশাক কারখানার দ্বিতীয় তলার গোডাউনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে মালিকপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্তের পর অগ্নিকান্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান। একে ফ্যাশনের পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল আহসান জানান, ওই গোডাউন খুবই সংরক্ষিত ছিল। সেখানে বৈদ্যুতিক কোনো সংযোগ ছিল না। আগুনে গোডাউনে রাখা শিপমেন্টের ৭ লাখ পিস পলো টি শার্ট, ১০ টন ফেব্রিক্স, কাটিং মেশিনসহ অন্যান্য গার্মেন্ট সামগ্রী পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় আদমজী ইপিজেড ছাড়াও ডেমরা, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাে  ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। তদন্ত করে অগ্নিকাে র মূল কারণ উদ্ঘাটন করা হবে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর