সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিথ্যা ঘোষণায় সিগারেট এনে দুই কোটি টাকা পাচার

পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফোম ও প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে অবৈধভাবে সিগারেট এনে অন্তত ২ কোটি টাকা বিদেশে পাচারের প্রমাণ মিলেছে আমদানিকারক দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ওই দুই প্রতিষ্ঠানের মালিকসহ ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- ঢাকার পুরানা পল্টনের নবাব আলী টাওয়ারের ‘গ্রামবাংলা ফুড করপোরেশন লিমিটেড’ এবং ঢাকার মতিঝিলের রহমান ম্যানশনের ‘এন ইসলাম এন্টারপ্রাইজ’। চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. নুর উদ্দিন মিলন বলেন, এক বছর আগে আমরা দুই কনটেইনার বিদেশি সিগারেট চট্টগ্রাম বন্দরে জব্দ করেছিলাম। কাগজপত্রে সিগারেটগুলো আনা হয়েছিল মিথ্যা ঘোষণায়। মূলত মিথ্যা ঘোষণার সিগারেট এনে দুটি প্রতিষ্ঠানের মালিক ও তাদের সহযোগীরা পরস্পরের যোগসাজশে বিদেশে অর্থ পাচার করেছেন। এক বছর ধরে তদন্তের পর পর্যাপ্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, দুটি মামলায় মোট ২ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৯১৫ টাকা পাচারের অভিযোগ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর