শিরোনাম
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

১০ বছর পর খুলনায় ময়ূর নদে উচ্ছেদ অভিযান

গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১০টি স্থাপনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

১০ বছর পর খুলনায় ময়ূর নদে উচ্ছেদ অভিযান

খুলনার ময়ূর নদের বুড়ো মৌলভীর দরগা এলাকায় গতকাল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ সময় ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় -বাংলাদেশ প্রতিদিন

খুলনা মহানগরীকে জলাবদ্ধতামুক্ত করতে ২০০৯ সালে ময়ূর নদে ও ২২টি খালের দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করে সিটি করপোরেশন। কিন্তু অভিযান শুরুর পরপরই ওই বছরের ১১ জুলাই দুর্বৃত্তদের গুলিতে উচ্ছেদ কার্যক্রমে সক্রিয় সিটি করপোরেশনের কাউন্সিলর শহীদ ইকবাল বিথার নিহত হলে অভিযান বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১০ বছর পর এবার ময়ূর নদে ও ২৬টি খালের দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল ময়ূর নদের বুড়ো মৌলভীর দরগা এলাকা থেকে অভিযান শুরু হয়। প্রথম দিনে দুটি স্কেভেটরের মাধ্যমে ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধভাবে গড়ে ওঠা টিনশেড বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ও সেমি পাকা ঘর ভেঙে দেওয়া হয়েছে। এ সময় নদের জায়গায় থাকা বহুতল ভবনের বর্ধিত অংশ ভবন মালিকদের নিজ উদ্যোগে ভেঙে ফেলতে দেখা যায়। উচ্ছেদ অভিযানে সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নদে ও খালের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। সিটি মেয়র বলেন, দখল-বেদখলে পানি নিষ্কাশনের নদী ও খালগুলো সংকুচিত হওয়ায় পানিপ্রবাহ ব্যাহত হয়। এ কারণে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর