সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সরকার সবক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার সবক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে বিদেশি বিনিয়োগ নেই, বিনিয়োগে চরম ধস নেমেছে। ব্যাংকগুলোতে টাকার সংকট, কর্মসংস্থান নেই। বেকারত্বের অভিশাপে জর্জরিত যুবসমাজ। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার। আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সরকারের কর্মকর্তা কর্মচারীরা নীতি-নৈতিকতাহীন কাজে জড়িয়ে পড়ছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক ব্যর্থতা ফুটে উঠছে। গতকাল পুরানা পল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর