মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ভারতীয় টিভিকে স্বরাষ্ট্রমন্ত্রী

একাত্তরের পর এ দেশের কেউই ভারতে যায়নি

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

আসামের অর্থমন্ত্রী হিমান্ত শর্মার ‘বন্ধু বাংলাদেশকে তার লোকদের ফিরিয়ে নিতে বলা হবে’- এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতীয় টিভি চ্যানেল ‘নিউজ এইটিন’কে বলেছেন, ১৯৭১ সালের পর তাঁর দেশ থেকে কেউ ভারতে যায়নি। আসাম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন) চূড়ান্ত তালিকা প্রকাশের পর শনিবার হিমান্ত শর্মা ওই মন্তব্যটি করেছিলেন। ঢাকায় ‘নিউজ এইটিন’ চ্যানেলকে একান্ত সাক্ষাৎকার দেওয়ার সময় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আসাদুজ্জামান খান বলেন, ‘এনআরসি নিয়ে বাংলাদেশের কিছু করবার নেই। ওটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমি জানি না কে কী বলেছেন। ভারত আনুষ্ঠানিকভাবে আমাদের জানালে আমরা জবাব দেব। আমি যা বলতে চাই তা হলো, একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউই ভারতে যায়নি। হতে পারে যে ভারতের বিভিন্ন স্থান থেকে অনেকে (প্রধানত বাঙালি) আসামে গিয়ে বসতি স্থাপন করেছে, ওরা কেউই বাংলাদেশ থেকে যায়নি।’ পরে ওইদিনই ‘নিউজ এইটিন’কে দেওয়া সাক্ষাৎকারে হিমান্ত শর্মা বলেন, ‘নাগরিকপঞ্জি হালনাগাদকরণ বেহুদা কোনো প্রক্রিয়া নয়। ১৯৭১-এর পর যারা এসেছে তারা সমস্যার মুখোমুখি হবে। ওদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। তবে তাদের অনেকেই এনআরসির বিকৃতি ঘটিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর