মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

যৌন হয়রানিতে জড়িত শিক্ষকরা ছাড় পাবে না

----- শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সরকার শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। কিন্তু সে তুলনায় শিক্ষকদের থেকে সেবা পাওয়া যাচ্ছে না। বরং কিছু শিক্ষক দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানির অভিযোগ আসছে। যৌন হয়রানিতে জড়িত শিক্ষকরা ছাড় পাবেন না। গতকাল বিকালে রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে জাতীয় শিশু ফোরাম আয়োজিত ‘শিশুর চোখে মানসম্মত শিক্ষা ও করণীয়’ শীর্ষক শিশু সংলাপে   প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, শিক্ষকের মাধ্যমে যৌন হয়রানি খুবই জঘন্য কাজ। শিক্ষাঙ্গনে শারীরিক, মানসিক নির্যাতন বন্ধে সরকার আন্তরিক রয়েছে। নির্যাতন, নিপীড়ন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ বিষয়ে আমাদের মানসিকতা পরিবর্তনও জরুরি। দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা। সারা দেশ থেকে শতাধিক শিক্ষার্থী এ সংলাপে অংশ নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর