মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

১৬৪ ধারার জবানবন্দির আসামিকে বাদ দিয়ে চার্জশিট!

সিলেটে ছাত্রলীগ কর্মী জাহিদ খুন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে ছাত্রলীগ কর্মী হুসাইন আল জাহিদ হত্যা মামলায় আদালতে আসামির দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে এসেছে তাদের নাম। কিন্তু জবানবন্দিতে উল্লেখ করা ওই দুই অভিযুক্তকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। চার্জশিট দেওয়ার আগে বাদীকেও অবগত করেননি তদন্ত কর্মকর্তা। আদালত ওই চার্জশিট আমলে না নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ফের তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত কর্মকর্তার ‘দয়ায়’ চার্জশিট থেকে বাদ পড়া এজাহারনামীয় দুই আসামি বিদেশে পাড়ি জমিয়েছেন বলেও অভিযোগ করেছেন মামলার বাদী।

জানা গেছে, ছাত্রলীগ কর্মী হুসাইন আল জাহিদ হত্যা মামলার তদন্তের দায়িত্ব পান শাহপরান থানার এসআই রাজীব কুমার রায়। সম্প্রতি তিনি এজাহারনামীয় ৯ আসামির মধ্যে ৫ জনকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলার ১ নম্বর আসামি ফজর আলী আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ছোট জাহিদ ও নয়ন নামে দুই ক্যাডার হত্যাকান্ডর সঙ্গে জড়িত ছিল বলে উল্লেখ করে। কিন্তু তদন্ত কর্মকর্তা ওই দুজনকে বাদ দিয়েই আদালতে চার্জশিট দাখিল মামলার বাদী হুসাইন আল জাহিদের পিতা মো. আবুল কালাম অভিযোগ করেন, তার বড় ছেলেকে সঙ্গে নিয়ে এসআই রাজীব ছোট জাহিদকে গ্রেফতার করেছিলেন। কিন্তু তাকে  গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ না করে থানা থেকেই ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি ছোট জাহিদের নাম-ঠিকানা পাওয়া যায়নি, এমন অজুহাত দেখিয়ে চার্জশিট থেকে বাদ দেন। একই অজুহাতে মামলার এজাহারনামীয় আসামি রাহাত, উবায়দুল, নয়নকেও বাদ দেওয়া হয় চার্জশিট থেকে। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে নগরীর উপশহরে খুন হন ছাত্রলীগ কর্মী হুসাইন আল জাহিদ। ২৭ অক্টোবর নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে শাহপরান (রহ.) থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার কিছু দিন পর ১ নম্বর আসামি ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ। আদালত ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করে। ফজর আলী তার জবানবন্দিতে মামলার এজহারভুক্ত আসামি সালমান, আরমান, শাহেদ ও রাহাত হত্যাকান্ডর সঙ্গে জড়িত বলে জানায়। এ ছাড়া নয়ন, ছোট জাহিদ ও ইয়াছিন আহমদ তায়েফ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে আদালতকে জানায় ফজর আলী। কিন্তু তদন্ত কর্মকর্তা নয়ন ও ছোট জাহিদকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চার্জশিট থেকে কাকে বাদ দেওয়া হয়েছে এবং আসামি কাদের করা হয়েছিল এখন তার কিছুই মনে নেই। মামলার বাদী আবুল কালাম আরও জানান, এজাহারভুক্ত আসামি উবায়দুল ও এনায়েতকে চার্জশিট থেকে বাদ দেওয়ায় তারা বিদেশে পাড়ি জমিয়েছে। তিনি পুনঃতদন্তে হত্যাকান্ডর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

সর্বশেষ খবর