মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় দুই কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৭-১৮ অর্থবছরে হাসপাতালের সংস্কারকাজে অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়। গতকাল দুপুরে এ অভিযানে বরাদ্দের এক খাতের টাকা অন্য খাতে ব্যয়, নিম্নমানের সংস্কারকাজ ও অর্থ বরাদ্দ থাকলেও দরজা-জানালা মেরামত না করার প্রমাণ পেয়েছে দুদক। এ সময় হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীলকমল পাল বলেন, সংস্কারকাজে অর্থ ব্যয়ে অনিয়মের প্রমাণ মিলেছে। এদিকে ওষুধ বিক্রির ‘ড্রাগ লাইসেন্স’ প্রদানের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে খুলনায় ঔষধ তত্ত্বাবধায়কের (ড্রাগ সুপার) কার্যালয়ে অভিযান চালায় দুদকের আরেকটি টিম। দুপুরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ঔষধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। দুদকের উপ-সহকারী পরিচালক  মোহাম্মদ ফয়সাল কাদির বলেন, অভিযানে ড্রাগ লাইসেন্সের আবেদন যাচাই-বাছাইয়ে সময়ক্ষেপণ, উৎকোচ দাবি, পরিদর্শন ও মুভমেন্ট রেজিস্ট্রার না থাকার প্রমাণ মিলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর