মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
বিডিবিএলের টাকা আত্মসাৎ

১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এম এম  ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান  হেফাজেতুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- বিডিবিএলের সাবেক এসপিও দীনেশ চন্দ্র সাহা, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সৈয়দ নুরুর রহমান কাদরী,  এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেডের এমডি জহির উদ্দিন, পরিচালক কামাল উদ্দিন, কফিল উদ্দিন, রফিক উদ্দিন, শফিক উদ্দিন ও জসিম উদ্দিন, লুসিডা ট্রেডিংয়ের প্রোপাইটার নাসির উদ্দিন  চৌধুরী, মেসার্স গ্লোব ইন্টারন্যাশনালের প্রোপাইটার মাহবুবুল আলম চৌধুরী।

জানা গেছে, ভুয়া এলসি ও কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়। ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি  থেকে গত বছরের  ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর