বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে সাত মাসে মাদকের ১০৬৪ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত সাত মাসে এক হাজার ৬৪টি মাদকের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক হাজার ১৪০ আসামিকে। উদ্ধার হয়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, নগদ অর্থ ও মদ বোঝাই প্রাইভেটকারও। চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখার ডেপুটি ডাইরেক্টর এ কে এম শওকত ইসলাম বলেন, নানা কৌশলে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মাদক প্রবেশ করলেও মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গত ৭ মাসে চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাদক মামলায় গ্রেফতার হয়েছে ১৬৬ জন আসামি। মামলা হয়েছে ১৪৪টি, ইয়াবা উদ্ধার হয়েছে ৫০ হাজারের ওপরে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, চট্টগ্রাম মেট্রো অঞ্চলে গত বছরের জুলাই থেকে গত জুন মাস পর্যন্ত মাদক মামলায় আসামি গ্রেফতার করা হয়েছে ৯৭৪ জন। অভিযান হয়েছে তিন হাজার ৫৮১টি। মামলা হয়েছে ৯২০টি। উদ্ধার হয়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, নগদ অর্থ ও মদ বোঝাই প্রাইভেটকারও। এতে ইয়াবা ৪ লাখ ৮৭ হাজার ৫৪৪ পিস, গাঁজা ১০৫.২৮৬ কেজি, বিলাতি মদ ১৪৯ বোতল, ফেনসিডিল ১৫১ বোতল, চোলাইমদ ৭৬৭.৫০০ লিটার, সিএনজি একটি, নগদ টাকা এক লাখ ২৬ হাজার ৫০০ এবং একটি প্রাইভেটকার উদ্ধার হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর