বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে হচ্ছে বাইসাইকেল লেনসহ চার লেনের সড়ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বহরমপুর মোড়ে ১৭৩ কোটি টাকার রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজের প্রথম অংশের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

৩০ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুটে উন্নীত করা হবে। রাখা হয়েছে ড্রেন, ফুটপাথ, ডিভাইডারসহ সাইকেল লেন। প্রথম অংশে মোট রাস্তার দৈর্ঘ্য ২ দশমিক ১২ কিলোমিটার, ৪ ফুট চওড়া ডিভাইডারসহ উভয় পাশে ২৩ ফুট করে পৃথক দুটি লেন থাকবে। এ ছাড়া উভয় পাশে ১০ ফুট চওড়া ফুটপাথ এবং রাস্তার দক্ষিণ পাশে ৭ ফুট ৮ ইঞ্চি চওড়া বাইসাইকেল লেন রাখা হয়েছে। এ ছাড়া রাস্তার উভয় পাশে সাড়ে ৩ ফুট চওড়া ড্রেন রাখা হবে।

মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক মানের রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামীতে এ রকম রাস্তা নির্মাণ অব্যাহত থাকবে, যা সময়ের দাবি। যার সুফল ভোগ করবে মহানগরবাসী। নির্মল বায়ুর শহর রাজশাহী ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। নগরীকে সবুজায়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক রাসিকের তত্ত¡াবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার। রাসিকের নগর অবকাঠামো উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি নিযাম উল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর তাহেরা খাতুন, মো. কামরুজ্জামান, নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর