বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ময়ূর নদে উচ্ছেদ

অবশেষে ভাঙা হচ্ছে সেই চারতলা ভবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ময়ূর নদে দখল উচ্ছেদে তৃতীয় দিনের অভিযানে ভাঙা হচ্ছে দরগা রোডের আলোচিত সেই চারতলা বাড়িটি। নৌ অফিসার মাসুম বিল্লাহ’র ১৬৮/৬১ হোল্ডিং নম্বরের এ বাড়িটির তিন চতুর্থাংশই ছিল নদীর জায়গার ওপরে নির্মিত। একই রোডে ব্যবসায়ী কামরুল ইসলাম নদীর জায়গায় থাকা তার তিনতলা ভবনের অর্ধেক নিজেরাই ভেঙে সরিয়ে নিয়েছেন। তিনদিনে প্রায় ১ একর ২০ শতক দখল হওয়া জমি উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২৪টি। 

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, দরগা রোডের ৫ শতক জমির ওপরে ওই চারতলা ভবনের মাত্র আধাশতক জমি ব্যক্তি মালিকানাধীন। সে জমিও রয়েছে অন্যের নামে। ভবনের মালিক নৌ অফিসারের দলিলে যে খতিয়ান দাগ নম্বরের কথা উল্লেখ রয়েছে তা এ জমির নয়। জরিপের আওতায় থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সরেজমিন দেখা যায়, ভবনটির দরজা-জানালা ও দেওয়াল ভেঙে ফেলা হয়েছে। এখন ভবনের মূল অবকাঠামো ও ছাদ অপসারণের কাজ শুরু হয়েছে। ভবন মালিক এসব ভাঙার জন্য কিছুটা সময় দাবি করেছেন। এ কারণে তাকে কিছুটা সময় দেওয়া হয়েছে। সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন বলেন, ৫ শতক জমির ওপর এই ভবনের সাড়ে ৪ শতক জমি নদীর খাস খতিয়ানভুক্ত। ৪৮ ফুট বাই ৪৫ ফুট দৈর্ঘ্য-প্রস্থের বহুতল এ ভবনের ৩০ ফুট বাই ৩৫ ফুট স্থাপনা ভাঙতে হবে। এদিকে, নিরালা আবাসিক এলাকায় খালের জমিতে থাকা ৩টি বহুতল ভবন উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ময়ূর নদ ও ২৬টি খালে ৪৬০ জন দখলদারের তালিকা করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। জানা যায়, দখল- বেদখলে পানি নিষ্কাশনের নদী ও খালগুলো সংকুচিত হওয়ায় পানি প্রবাহ ব্যাহত হয়। এ কারণে ১ সেপ্টেম্বর দখল উচ্ছেদে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর