বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জরুরি ভিত্তিতে ফগার মেশিন ও ওষুধ কিনছে ডিএনসিসি

মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৫ কোটি ৩২ লাখ টাকার প্রস্তাব উঠছে আজ

মানিক মুনতাসির

ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর প্রতিরোধে জরুরি ভিত্তিতে ২০০টি ফগার মেশিন, ১৫০টি হস্তচালিত মেশিন এবং প্রয়োজনীয় কীটনাশক (ম্যালাথিয়ন) কিনছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর জন্য প্রায় ৫ কোটি ৩২ লাখ  ৫৫ হাজার টাকা ব্যয় হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এগুলো কেনার জন্য আজ বুধবার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি পৃথক প্রস্তাব উপস্থাপন করা হবে। বেলা ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ম্যালাথিয়া হচ্ছে এমন একটি কীটনাশক, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যানলিস্টেড। এডিশ মশা দমনে ও এডিশ মশার লার্ভা ধ্বংসে একটি কার্যকর হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বীকৃত। এ ছাড়া আমাদের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ থেকেও এটি স্বীকৃত। সেগুলো কেনার জন্যই মূলত এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’ সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন ২০০টি ফগার মেশিন, ১৫০টি হস্তচালিত মেশিন এবং ৪০ হাজার লিটার ম্যালাথিয়ান মশক নিধন কীটনাশক কেনার জন্য স্থানীয় সরবরাহ প্রতিষ্ঠান থেকে বাজারদর সংগ্রহ করেছে। এতে দেখা গেছে, সব মিলিয়ে সরকারের ব্যয় হবে ৫ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা। এগুলো কেনার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮- অনুসরণ করা হবে। ম্যালাথিয়ান কিনতে তিনটি প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা ও  সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে মার্শাল অ্যাগ্রোভ্যাট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে বিবেচনা করছে উত্তর সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি প্রতি লিটার ২৮০ টাকা হিসাবে ১ কোটি ১২ লাখ টাকার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ১৫০টি হস্তচালিত মেশিনের সর্বনিম্ন দরদাতা হিসেবে গ্যালাক্সি ট্যাকনোলজিস প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানটি ২০ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করেছে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর