বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আসামের ‘অনাগরিক’ প্রসঙ্গ

উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় এখন পর্যন্ত নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক

আসামের অনাগরিক ইস্যু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় এখন পর্যন্ত নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আসাম দিয়ে আমরা বিচার করছি না। সেন্ট্রালি ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তে আমাদের সঙ্গে তাদের যে এক্সচেঞ্জ হয়েছে, সেখানে আমরা যেটা পেয়েছি, তা হচ্ছে, তারা যাদের স্টেটলেস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, তাদের আগামী চার মাসে আপিল করার সুযোগ আছে। আমরা সাধারণভাবে জানি, সেভেনটি ওয়ানের পর বাংলাদেশের কোনো লোক ভারত যায়নি বা মাইগ্রেট করেনি।’ গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘কাজেই আমাদের এখনই নিজেদের ঘাড়ে নিজেদের দোষ চাপানোর কোনো কারণ নেই। এ নিয়ে আমাদের তারা আশ্বস্ত করেছেন। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় এখন পর্যন্ত নেই। কারণ বিষয়টির লিগ্যাল প্রসেস কমপ্লিট করে সিদ্ধান্ত আকারে আসতে আরও সময় নেবে। সে পর্যন্ত কী দাঁড়ায় তা আমাদের চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে।’ এ সময় মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি ও আসামের অনাগরিক পরিস্থিতি একইভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বিদ্রোহী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে আগামী ৮ সেপ্টেম্বর থেকে চিঠি পাঠানো শুরু হবে বলে জানান ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর