বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিমানের আন্তর্জাতিক ফ্লাইটে লোকাল বাসের আচরণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানের আবুধাবি থেকে চট্টগ্রামগামী বিজি-১২৮ ফ্লাইটের যাত্রীদের বিনা নোটিসে ঢাকায় নামিয়ে দেওয়া হয়েছে। গত সোমবার এ ধরনের আচরণে বিমানের ক্রুদের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন যাত্রীরা। পরবর্তীতে ফ্লাইটের যাত্রীদের প্রতিবাদের মুখে পাঁচ ঘণ্টা পর একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তাদের চট্টগ্রাম যাওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। নুরুল আমিন নামে ফ্লাইটের এক যাত্রী জানান, আমাদের সকাল ৬টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়। অথচ আমাদের টিকিট ছিল সরাসরি আবুধাবি থেকে চট্টগ্রাম পৌঁছানোর। এরকম কোনো ঘোষণাই আগে জানায়নি বিমান কর্তৃপক্ষ। বিমান সূত্রে জানা যায়, এই ফ্লাইটে ৮৫ জন যাত্রী ছিলেন চট্টগ্রামের। এই যাত্রীরা ২০০ দিরহাম অতিরিক্ত খরচ করে বিমানে সরাসরি চট্টগ্রামের টিকিট কেটেছিলেন। এ ফ্লাইটে এমন দুজন যাত্রী ছিলেন যার একজনের ছেলে এবং একজনের বাবা মারা গেছেন। ভোর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন তাদের পরিবারের সদস্যরা। পরবর্তীতে যাত্রীদের প্রতিবাদের মুখে বেলা ১১টা ৩০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রামে পাঠানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, অপারেশনাল কারণে চট্টগ্রামের ফ্লাইটটি ঢাকায় ল্যান্ড করেছে। এটা এক সপ্তাহ আগে ঘোষণা করা হয়েছিল। তবে যাত্রীদের জানানো হয়েছিল কি না সেটা আমার জানা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর