বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডিআইজি মিজানকে ফের জেলগেটে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

পুলিশের চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। জ্ঞাত আয়বহির্র্ভূত সম্পদ অর্জনের মামলায় তদন্তের অংশ হিসেবে গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে সংস্থাটির একটি টিম। কমিশনের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানের প্রয়োজনে মিজানকে ১৫ জুলাই জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা। জানা গেছে, ২৪ জুন ডিআইজি মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রতœা, ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। এই মামলায় আসামিদের বিরুদ্ধে তিন কোটি সাত লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আগাম জামিনের আবেদন নাকচ করে ১ জুলাই মিজানকে পুলিশে দেয় হাই কোর্ট। পরদিন জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সেই থেকে মিজান কারাগারে। এর আগে অবৈধ সম্পদের অনুসন্ধান পর্যায়ে অভিযোগ থেকে রেহাই দিতে ডিআইজি মিজানের কাছ থেকে তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাক ঘুষ নিয়েছেন বলে গণমাধ্যমে মিজান দাবি করেন। ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করে দুদক। ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ লেনদেনের ঘটনায় মিজান ও বাছিরের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা করেছে দুদক। মিজানুর ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

 জোর করে দ্বিতীয় বিয়ে ও সেই স্ত্রীকে নির্যাতনের অভিযোগেও তিনি সমালোচিত হয়েছেন। নারী নির্যাতনের অভিযোগে গত বছরের জানুয়ারিতে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। গত ২৫ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর