বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সমিতির টাকায় সভাপতির সম্পত্তির পাহাড়!

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটের জকিগঞ্জে সমিতির টাকা দিয়ে নিজের নামে সম্পত্তির পাহাড় গড়েছেন ‘সোনার বাংলা সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি জাফরুল ইসলাম। নিজের নামে কিনেছেন প্রায় ২০ কোটি টাকার ভূসম্পত্তি। কাগজে কলমে ক্লিনিক দেখিয়ে হাতিয়ে নিয়েছেন অর্ধ কোটি টাকার ওপরে। এ ছাড়া সমিতির সদস্যদের কাছ থেকে ‘ব্ল্যাঙ্ক চেক’ রেখে চড়া সুদে ঋণও দিচ্ছেন। এসব অভিযোগে সমিতির সদস্যরা প্রশাসন, সমবায় অফিস ও দুদকে অভিযোগ দায়ের করেছেন। তদন্তে এসব অভিযোগের প্রমাণও মিলেছে। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭ সালে সিলেটের জকিগঞ্জে ওই সমিতি গঠন করা হয়। সঞ্চয় ও সহজ শর্তে ঋণ দেওয়া হবে এরকম প্রলোভন দেখিয়ে গত ১২ বছরে প্রায় সাড়ে ৪ হাজার মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে সমিতিটি। কিন্তু আমানতের টাকা কোনো কাজে আসেনি সমিতির সদস্যদের। সমিতি থেকে লাভবান হয়েছেন শুধুমাত্র সাবেক সভাপতি আবদুস শহীদ ও বর্তমান সভাপতি জাফরুল ইসলাম। এর মধ্যে জাফরুল ইসলাম সমিতির টাকা দিয়ে নিজের নামে প্রায় ২০ কোটি টাকার জায়গা কিনেছেন। সাবেক ও বর্তমান সভাপতির মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ দেখা দিলে অর্থ আত্মসাতের বিষয়টি সমিতির সদস্যদের সামনে আসে।

 বর্তমান সভাপতি জাফরুল ইসলামের সঙ্গে বিরোধ বাধার পর ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর সাবেক সভাপতি আবদুস শহীদ সরকারের বিভিন্ন দফতরে জাফরুলের বিরুদ্ধে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গোলাপগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো. জামাল মিয়াকে প্রধান করে তদন্ত কমিটি করে বিভাগীয় সমবায় অফিস। প্রতিবেদনে বলা হয়, সমিতির নামে একটি অ্যাম্বুলেন্স থাকলেও এর আয়-ব্যয়ের হিসাবে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। সমিতির টাকায় কেনা ভূমির কাগজপত্র দেখাতেও ব্যর্থ হন বর্তমান সভাপতি জাফরুল ইসলাম। এ ছাড়া সমিতির টাকায় সিলেট কেন্দ্রীয় কারাগারের পাশে ১৪ শতক জায়গা কেনা হয়। ওই জায়গার দলিল মূল্য ৫ লাখ টাকা হলেও জাফরুল সমিতির হিসাবে মূল্য দেখান ২৭ লাখ টাকা। একটি ক্লিনিকে সমিতির ৬৬ লাখ টাকা বিনিয়োগ দেখানো হলেও বাস্তবে এরকম কোনো ক্লিনিকের হদিছ পাওয়া যায়নি। এ ব্যাপারে সমিতির সভাপতি জাফরুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই সমিতি চলছে। তার বিরুদ্ধে আবদুস শহীদ নামের যে ব্যক্তি অভিযোগ করেছেন, তিনি একজন জালিয়াত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর