শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এরশাদের আসনে আওয়ামী লীগের ১৩ মনোনয়নপ্রত্যাশী

রংপুর-৩ উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে আগামীকাল শনিবার।  সন্ধ্যা সাতটায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার থেকে এই আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। শেষ সময় পর্যন্ত এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মোট ১৬ জন দলীয় মনোনয়ন কিনেছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইমলাম মিলন, শ্রম বিষয়ক সম্পাদক আবদুুল মজিদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমতাজ উদ্দীন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সদস্য মো. মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এ টি এম তোহিদুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন, সভাপতি মো. সফিউর রহমান, সহসভাপতি দিলশাদ ইসলাম এবং হাবিবুল হক সরকার।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন রংপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৫ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর