শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

টিআইবি-সুজনের ভ্রান্ত প্রতিবেদনে মানুষ বিভ্রান্ত হয়

----- কাজী রিয়াজুল হক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘আমরা মনে করি, টিআইবি এবং সুজন জ্ঞানী ও বুদ্ধিমান লোক। কিন্তু তারা যখন প্রতিবেদন দেয় তাদের জ্ঞান-বুদ্ধি কোথায় চাপা রাখে? তারা একটা ভ্রান্ত প্রতিবেদন মানুষের কাছে উপস্থাপন করে। মানুষ ভ্রান্ত প্রতিবেদনে বিভ্রান্ত হয়। মানুষকে বিভ্রান্ত করার এ অধিকার তো তাদের দেওয়া হয়নি।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল ইলেকশন মনিটরিং ফোরাম।

কাজী রিয়াজুল হক বলেন, ‘শিক্ষিত মানুষের কাছে এমন অশোভন, অসত্য আচরণ ঠিক নয়। তারা তো লেখাপড়া করেছে। তারা (টিআইবি-সুজন) এসব করলে আমরা দুঃখ পাই, কষ্ট পাই।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে একটি কন্ট্রোল রুম করা হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে। এখানে নির্বাচনের অনিয়ম নিয়ে কোনো অভিযোগ আসেনি। স্বচ্ছভাবে নির্বাচন হয়েছে। ভুল ধরতে গিয়েও নির্বাচনে কোনো ভুল খুঁজে পাইনি। ভোট দিতে মানুষ কোনো বাধা পায়নি। ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি এমন একটি অভিযোগও পাইনি। নির্বাচন হচ্ছে মানুষের অধিকার, মানবাধিকার। ভোটের মানবাধিকারে স্বতঃস্ফূর্তভাবে মানুষ গ্রহণ করেছে।’

আয়োজক সংগঠনের মহাসচিব অধ্যাপক আবেদ আলীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ, ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক এম হাবিবুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, বিশিষ্ট আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার তুরিন আফরোজ, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক কলকাতা হাই কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গৌতম ঘোষ, কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল ভট্টাচার্য ও নেপালের পর্যবেক্ষক আইনজীবী মোহাম্মদীন আলী। হারুন-অর-রশীদ বলেন, নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। অনেকে দেশ আফগানিস্তান-পাকিস্তান বানাতে চায়। তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, ‘আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম যে মানুষ নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে কি না? নিরাপদে ভোট দিতে পারে কি না লক্ষ করেছি। কিন্তু এমন কোনো অভিযোগ পাইনি।’

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, এই নির্বাচনে কেউ বলেনি যে কোনো বাধা দেওয়া হয়েছে। সব দল এই নির্বাচনে অংশ নিয়েছে।

ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, টিআইবির এই গবেষণা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। পৃথিবীর কোথাও শতভাগ স্বচ্ছ নির্বাচন হয়নি। তা সম্ভবও নয়। টিআইবির যে কোনো গবেষণায় স্বচ্ছতা থাকা দরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর