শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজশাহী নগরের সেই রাস্তা এখন ঝকঝকে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তালাইমারি জাহাঙ্গীর সরণি হতে ভদ্রা স্মৃতি অম্লান মোড় হয়ে ঢাকা বাস টার্মিনাল রাস্তাটি ছিল ভাঙাচুরা আর খানাখন্দে ভরা। জনদুর্ভোগের অন্যতম কারণ ছিল রাস্তাটি। অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপে রাস্তাটির উন্নয়ন কাজ হচ্ছে। এরই মাধ্যমে লাঘব হচ্ছে জনদুর্ভোগ। গতকাল দুপুরে ভদ্রা স্মৃতি অম্লান মোড় থেকে ঢাকা বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাস্তার কার্পেটিং কাজের পাশাপাশি ফুটপাত ও ড্রেনের কাজও দেখভাল করেন তিনি। এ সময় কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজটি শেষ করার নির্দেশনা দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর