শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছয় দিন পর সূচক বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ছয় দিন পর সূচক বাড়ল

অবশেষে টানা ছয় দিন পর সূচক বেড়েছে পুঁজিবাজারে। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এ ছাড়া টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। আবারও উঠে এসেছে ৫ হাজার পয়েন্টের ওপরে। অবস্থান করছে ৫ হাজার ১৩ পয়েন্টে। গতকাল সূচকটি ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। গত ছয় দিনে ডিএসইএক্স কমে ১৯২ পয়েন্ট। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৬৫ লাখ টাকার। আগের দিনের চেয়ে ৫২ কোটি টাকা বেশি। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির। কমেছে ৯৭টির। দর অপরিবর্তিত আছে ৬৩টির। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। কোম্পানির ৪৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা আইপিডিসির ২২ কোটি ৯৮ লাখ টাকার এবং ১৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ফরচুন সুজ। লেনদেনে এরপর রয়েছে- মুন্নু সিরামিক, খুলনা পাওয়ার, মুন্নু জুট স্টাফলার্স, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, স্টাইল ক্রাফট এবং সিলকো ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭৪ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর