শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাবি রোকেয়া হলের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জনবল নিয়োগে অনিয়ম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ২১ লাখ টাকা অর্থ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোকেয়া হলে কতিপয় পদে সম্প্রতি জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. বেগম আকতার কামালকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা কমিটির সদস্যসচিব এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষক মনিরা বেগম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।’

পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর