শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জমজমাট টেক্সটেক

নিজস্ব প্রতিবেদক

জমজমাট টেক্সটেক

গাজীপুরে জিন্সের প্যান্ট ও শার্ট তৈরির কারখানা আছে সুমন পাটোয়ারীর। ক্ষুদ্র এই উদ্যোক্তা নিজের তৈরি পণ্যের গুণগত মান কীভাবে আরও বৃদ্ধি করা যায় তা নিয়ে চিন্তায় ছিলেন। এরই মধ্যে তার এক বন্ধুর কাছ থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত টেক্সটেক বাংলাদেশ-এর কথা জানতে পারেন। সুমন তার এক ব্যবসায়ী বন্ধুকে নিয়ে গতকাল ঘুরতে আসেন টেক্সটেকের আয়োজনে। সুমন জিন্সের পোশাক সম্পর্কে নতুন তথ্য জানার পাশাপাশি নতুন ডিজাইনের আরও অনেক পণ্যও দেখার সুযোগ পেলেন। ভবিষ্যতের কথা ভেবে বিদেশি জিন্স উৎপাদনকারীদের সঙ্গেও পরিচিত হলেন। তবে টেক্সটেকে এসে সুমন শুধু একা নন, তার মতো আরও অনেক ব্যবসায়ীর মুখেও হাসি ফুটেছে। টানা কয়েক বছরের সফল আয়োজনের পর বিশ্ববাজারে  পোশাকের নতুন ট্রেন্ড জানার এবং পোশাক তৈরির বিভিন্ন উপকরণ আমদানির বড় একটি প্লার্টফরম হয়ে উঠেছে টেক্সটেক। চার দিনব্যাপী এই আয়োজনের আজ শেষ দিন। এই আয়োজনের সঙ্গে একই স্থানে আরও অনুষ্ঠিত হচ্ছে ১৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো-২০১৯ এবং ৩৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো-১৯। গতকাল ছুটির দিন হওয়ায় ঢাকা ও তার আশপাশের উল্লেখযোগ্য পোশাক ব্যবসায়ী পোশাক খাতের বিশাল এই প্রদর্শনীটি দেখতে আসেন। আগতদের বেশির ভাগই বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে পণ্যগুলো সম্পর্কে খোঁজখবর করছিলেন। কেউ কেউ বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভবিষ্যতে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে নিজেদের মধ্যে ব্যবসায়িক কার্ড আদান-প্রদান করছিলেন। প্রদর্শনস্থল ঘুরে দেখা যায় স্টলগুলোতে অংশগ্রহণকারীরা নিজেদের পণ্য যেমন-সুতা, গজ কাপড়, তৈরি পোশাক, আনস্টিচ পোশাক ইত্যাদির প্রদর্শন করছে। অলটেক্স এক্সিম নামের স্টলটিতে ভালোমানের সুতা প্রদর্শিত হচ্ছে। আগ্রহী ব্যবসায়ী অনেকেই সেখানে গিয়ে পণ্যটি সম্পর্কে খোঁজ নিচ্ছেন। এদের কেউ কেউ সুতা আমদানির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর