শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘এভাবে মেরে ফেললে কেউ তো আলোর পথে আসতে চাইবে না’

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

দিনে থানায় গিয়ে আত্মসমর্পণ করার পর রাতে কথিত অভিযানে নিহত হওয়ার ঘটনা নিয়ে নানারকম গুঞ্জন চলছে। অনেকেই বলেছেন, ধরা দেওয়ার পরও যদি এভাবে মেরে ফেলা হয় তা হলে অপরাধীরা আলোর পথে আসতে চাইবে না।’ চট্টগ্রামে পুলিশি অভিযানে গিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে সন্ত্রাসী মোহাম্মদ বেলাল মারা গেছেন বলে পুলিশ দাবি করলেও নিহতের পরিবার বলছে ভিন্ন কথা। তাদের দাবি রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে পুলিশ। আত্মসমর্পণ করা একজন আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় ক্ষুব্ধ পুলিশের একটি অংশও। সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘বন্দুকযুদ্ধে নিহত বেলালের পরিবার কিছু অভিযোগ করেছে বলে শুনেছি। বিষয়টা যদি সত্য হয় তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এক প্রশ্নের জবাবে বিজয় বসাক বলেন, ‘বন্দুকযুদ্ধ নিয়ে যেটা গণমাধ্যমে যা ব্রিফিং করা হয়েছে এর বাইরে কোনো তথ্য আমার জানা নেই।’ নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘একজন অপরাধীর মধ্যে অপরাধবোধ জাগলেই আত্মসমর্পণ করে। অপরাধী আলোর পথে আসার অংশ হিসেবে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করা একজন আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান করার মধ্যে কোনো যৌক্তিকতা খুঁজে পাই না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর