শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বুকের হাড় না কেটে বাইপাস সার্জারি

নিজস্ব প্রতিবেদক

বুকের হাড় না কেটে বাইপাস সার্জারি

সরকারি হাসপাতালে প্রথমবারের মতো প্রচলিত ওপেন হার্ট সার্জারির পরিবর্তে বুকের পাঁজরের হাড় না কেটে ১২ বছরের নূপুরের হৃদযন্ত্রে থাকা জন্মগত ছিদ্রের চিকিৎসার পর এবার একই পদ্ধতিতে এক রোগীর হার্টে সফলভাবে বাইপাস সার্জারি করেছেন চিকিৎসকরা। ৪০ বছর বয়সী মতিন নামের এক রোগীর হার্টে থাকা দুটি ব্লকের চিকিৎসায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ (এনআইসিভিডি) হাসপাতালে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির (এমআইসিএস) মাধ্যমে এ বাইপাস সার্জারি করা হয়। এবারের সার্জারিতেও অংশ নেন নূপুরের অস্ত্রোপচারে অংশ নেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডা. আশরাফুল হক সিয়ামের নেতৃত্বে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির (এমআইসিএস) মাধ্যমে পাঁজরের হাড় না কেটে একটি ছিদ্রের মাধ্যমে ওই রোগীর মিনিমাল ইনভেসিভ ডিরেক্ট করোনারি আর্টারি বাইপাস করা হয়।

গত ২ সেপ্টেম্বর এ অস্ত্রোপচারের মাধ্যমে মতিনের হার্টে থাকা দুটি ব্লকের জন্য বাইপাস সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর মতিন ভালো আছেন বলে জানান চিকিৎসক আশরাফুল হক সিয়াম। মতিনের অস্ত্রোপচারে ডা. আশরাফুল হক সিয়ামের সঙ্গে অংশ নেওয়া চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. আসিফ, ডা. রুমু, ডা. শাহরিয়ার, ডা. ইসরাত, ডা. ওয়াহিদা, ডা. মনজুর, ডা. মইনুল ও ডা. আহসানারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর