রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফের আন্দোলন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফের আন্দোলন শুরু

দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ থেকে আবারও শুরু হচ্ছে তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের একাংশের কর্মসূচি। এদিকে গতকাল এক আন্দোলনকারীকে ছাত্রলীগ নেতার মারধরের ঘটনায় আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে।

ঘোষণা অনুযায়ী ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। উল্লেখ্য, আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থি মতাদর্শী শিক্ষকদের সমন্বয়ে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের শিক্ষক লিয়াজোঁ কমিটির শিক্ষকরা এ কর্মসূচির ডাক দিয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীরা দুপুর ১২টায় আলাদাভাবে বিক্ষোভ মিছিল করবে। সেখান থেকে কর্মসূচি ঘোষণা করবে তারা। এদিকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন অবরোধ কর্মসূচির পর গতকাল উপাচার্যের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু সকালে আন্দোলনকারীদের সংগঠক এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইমুম ইসলামকে মারধর করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অভিষেক ম ল। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনের সঙ্গে আলোচনা স্থগিত করেছে আন্দোলনকারীরা। তবে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। প্রসঙ্গত, গত বছরের ২৩ অক্টোবর একনেকে পাস হওয়া জাবির ১ হাজার ৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পকে ঘিরে অশান্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। প্রকল্পের শুরুতেই উপাচার্যের বিরুদ্ধে ২ কোটি টাকার অর্থ কেলেঙ্কারি এবং সহস্রাধিক গাছ কাটার ঘটনায় অস্থিরতা বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি তিনটি হলো- বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে উপাচার্যের বিরুদ্ধে ছাত্রলীগকে ২ কোটি টাকা দেওয়ার অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ঘিরে নির্মিতব্য তিনটি ১০ তলা আবাসিক হলের বিকল্প স্থান নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের মতামতের ভিত্তিতে পুরো প্রকল্প বাস্তবায়ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর