রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধার করা শিক্ষক দিয়েই চলছে রাবি ক্রীড়াবিজ্ঞান বিভাগ

পর্যাপ্ত শ্রেণিকক্ষ, গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাবও নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ (পিইএসসি) বিভাগ চালু হয়েছে ২০১৫ সালে। প্রতিষ্ঠার প্রায় চার বছরেও বিভাগে কোনো শিক্ষক নিয়োগ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ধার করা শিক্ষক দিয়েই বছরের পর বছর চলছে শ্রেণি কার্যক্রম। শিক্ষক ছাড়াও এখানে কোনো গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব নেই। নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। বিভাগের সভাপতি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কমল কৃষ্ণ বিশ্বাস সার্বিক বিষয়ে বলেন, ‘শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় শুরুর দিকে তেমন সমস্যা হয়নি। তবে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না বাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। শিক্ষকের সংখ্যা অপ্রতুল হওয়ায় কোর্স শেষ করতে শিক্ষকদেরও বেগ পেতে হচ্ছে। আমি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে অনেকবার অবগত করেছি। আশা করছি এসব সংকট খুব শিগগিরই কেটে যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান বলেন, ‘বিভাগ সংক্রান্ত কিছু জটিলতার কারণে এতদিন ধরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা আটকে আছে। এ কারণে অন্য বিভাগের শিক্ষক দিয়েই শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে। তবে কর্তৃপক্ষ খুব শিগগিরই সম্ভাব্য শিক্ষকদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করবে। শ্রেণিকক্ষ বরাদ্দের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ভবনের বর্ধিতকরণের কাজ চলছে এগুলোর কাজ শেষ হলেই আশা করছি পিইএসসি বিভাগের শ্রেণিকক্ষ সংকট আর থাকবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর