রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নতুন নেতৃত্ব আসছে সিলেট জেলা বিএনপিতে

আলোচনায় কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চার মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে সিলেট জেলা বিএনপি। নতুন কমিটি গঠনের আগে আহ্বায়ক কমিটির হাতে দায়িত্ব দিতে চায় কেন্দ্র। কিন্তু দলের এই দুঃসময়ে আহ্বায়ক কমিটিতে দায়িত্ব নিতে আগ্রহী নন অনেক সিনিয়র নেতা। এর ফলে ঝুলে আছে সিলেট জেলা বিএনপির নতুন কমিটি গঠনের কাজ। এরকম অবস্থায় সিলেটে ঝিমিয়ে পড়েছে বিএনপির সাংগঠনিক তৎপরতা। কঠিন এই সময়ে জেলা বিএনপিতে সাংগঠনিকভাবে তৎপর ও গতিশীল করতে ফের তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় বিএনপি। এ তোড়জোড়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে আলোচনায় আসছে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি কাইয়ুম চৌধুরীর নাম। দলকে গোছাতে ও সুসংগঠিত করতে কাইয়ুম চৌধুরীকেই বেশি প্রাধান্য দিচ্ছেন দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। তিনি নিজেও দলের দুঃসময়ে হাল ধরতে আগ্রহী বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি সিলেট-৩ আসনে নির্বাচন করার লক্ষ্যে কাজ করে আসছিলেন। গত সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়নও পান। কিন্তু শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে শফি আহমদ চৌধুরীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিগত আন্দোলন-সংগ্রামেও সিলেটে তিনি ছিলেন সক্রিয়। ফলে সাধারণ নেতা-কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এ ব্যাপারে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছাত্রদল দিয়ে আমার রাজনীতি শুরু। এরপর যুবদল করেছি। বিএনপির রাজনীতিতেও আমার অনেক ত্যাগ রয়েছে। দলের দুঃসময়ে আমাকে যত কঠিন কাজই দেওয়া হোক, আমি তা অবশ্যই পালন করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর