রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাঁচ দফা বাস্তবায়ন চায় সার্ভেয়াররা

নিজস্ব প্রতিবেদক

সার্ভেয়ারদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশের সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন আইডিএসইবি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান হুমায়ুন কবির তুষার ও মহাসচিব মাঈনুল হক চৌধুরী দুলাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, সরকারের সব দফতরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়। অথচ সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্ভেয়ার/সমমানের পদে নিয়োগ দেওয়ার পরও সেই গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতির নিমিত্তে পিএসসির সুপারিশপ্রাপ্তদের দ্রুত জিও জারি করতে হবে। সব দফতরে সার্ভেয়ার/সমমান পদের নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং টেকনোলজি)’ প্রতিস্থাপন করতে হবে। সার্ভেয়ার পদটিকে কারিগরি পদ হিসেবে ঘোষণারও দাবি জানান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর