রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অতীতে স্বৈরাচার হটিয়েছি এবারও জয় নিশ্চিত : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রবীণ রাজনীতিবিদ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘অতীতেও আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটিয়েছি। এবারও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটানো হবে। ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত।’ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গতকাল গণফোরামের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশকে বাঁচানোর জন্য তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ড. কামাল বলেন, দেশ যেভাবে চলছে, এভাবে চলতে দিলে দেশকে আরও বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। আগামীতে দেশ আরও গভীর সংকটে পড়বে। এ দেশে গণতন্ত্র আছে, সংসদ আছে, এগুলো বলা জনগণকে ভাঁওতা দেওয়ার শামিল। সরকার যদি অন্যায়ভাবে দাবি করে তারা নির্বাচিত সরকার, এটা ভাঁওতা। কেউ তাদের ভোট দেয়নি। ‘দেশের মালিক জনগণ/হটাতে হবে স্বৈরশাসন’ শীর্ষক এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ডাকসু ভিপি নূরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, মেজর জেনারেল আমসা আ আমিন (অব.), মোশতাক আহমেদ প্রমুখ। ড. কামাল বলেন, আজ দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই। দেশের অর্থ পাচার হয়ে যাচ্ছে। কারা পাচার করছে? সরকারের যারা সাঙ্গপাঙ্গ তারাই পাচার করছে। জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশ বিক্রি হয়ে যাচ্ছে। মানুষের সম্পদ লুট হচ্ছে। এ জন্য যত দ্রুত সম্ভব সরকারকে হটাতে হবে। এ বিপজ্জনক সরকারের কারণে দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। প্রয়োজনে রক্ত দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৪৮ বছরে এমন শাসক ক্ষমতায় আসেনি। এ সরকারের লজ্জা নেই, চোখের চামড়া নেই। এ সরকার জনগণের কোনো কাজেই আসবে না। তাই এ সরকার সরাতে কী করতে হবে তা চূড়ান্ত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর