রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এফএও প্রধানের সঙ্গে ইউনূসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

সামাজিক ব্যবসা নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনির্বাচিত মহাপরিচালক এবং চীনের সাবেক কৃষিবিষয়ক উপ-মন্ত্রী কো দোংইয়ুর সঙ্গে বৈঠক করেছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ইতালির রোমে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে গত ৪  সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রফেসর ইউনূস পরিবেশগত সংকট ও গ্রামাঞ্চলে তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষির ভবিষ্যৎ নিয়ে তার মতামত তুলে ধরেন, যাতে চাকরির খোঁজে গ্রাম থেকে তরুণদের শহরে অভিবাসনের গতি কমিয়ে আনা যায়। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ‘এফএও-ইউনূস প্রজেক্ট’ নামে একটি যৌথ সামাজিক ব্যবসা প্রকল্প নিয়ে আলোচনা ছিল এই বৈঠকের উদ্দেশ্য। প্রকল্পটি অর্থায়ন করছে ইতালি সরকার। প্রফেসর ইউনূসের সহায়তায় ইতিপূর্বে খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক ‘এফএও-নোবেল লরিয়েট অ্যালায়েন্স ফর ইর‌্যাডিকেটিং হাঙ্গার’ প্রতিষ্ঠা করা হয়। প্রফেসর ইউনূস নতুন মহাপরিচালকের সঙ্গে এই অ্যালায়েন্সের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর