শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সন্ত্রাস দুর্নীতি মাদক মহামারী আকার ধারণ করেছে

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মহামারী আকার ধারণ করেছে। ফরিদপুরের একটি হাসপাতালের পর্দায় খরচ হয়েছে ৩৬ লাখ টাকা। গতকাল পুরানা পল্টনের কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের টাকাতে সরকার হাত দিয়েছে। পাটশিল্প, চামড়াশিল্প ধ্বংস। শেয়ারবাজার ধ্বংস। মহাসড়কে টোল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। অথচ মহাসড়কসহ দেশের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা। সরকার সড়কে টোল বসানোর চিন্তাভাবনা করছে। এসবই হলো জনগণকে শোষণ করার নামান্তর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর