সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিরাপদ জীবনের জন্য নিরাপদ খাদ্য জরুরি

-চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘নিরাপদ জীবনের জন্য নিরাপদ খাদ্য জরুরি। আর নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেস্তোরাঁর মালিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। হোটেল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও মানসম্পন্ন নিরাপদ খাদ্য তৈরির জন্য মালিকদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।’ 

গতকাল একটি কনভেনশন সেন্টারে নগরের হোটেল রেস্তোরাঁর মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার প্রমুখ। 

সিটি মেয়র বলেন, নিরাপত্তার জন্য গরিব মানুষও নিরাপদ পানি কিনে খাচ্ছে। পচা, বাসি, মেয়াদোত্তীর্ণ খাবার নিজে খাবেন না, ভোক্তাদেরও খাওয়াবেন না। কর্মচারীরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে সেদিকে লক্ষ্য রাখবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর