সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু চিকিৎসককে মারধর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সাবেক ক্রিকেটার (অনূর্ধ্ব-১৯) রিপন সরদার (৩০) ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ভোরে নগরীর খালিশপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তিনি মারা যান। এ ঘটনায় রিপনের স্বজনরা ওই ক্লিনিকের চিকিৎসক ডা. সুজাউদ্দিনকে মারধর করেছেন। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপন সরদার খুলনার খালিশপুরে সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন। রিপনের বাবা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন বলেন, গ্যাস্ট্রিকের কারণে বুকে ব্যথা হওয়ায় রিপনকে শনিবার রাত পৌনে ১টার দিকে খালিশপুর ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রথমেই তাকে একটি স্যালাইন ও পরে আরেকটি ইনজেকশন দেন। এতে রিপন আরও অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় রিপনকে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পর রোগীর স্বজনরা খালিশপুর ক্লিনিকের চিকিৎসক ডা. সুজাউদ্দিনকে মারধর করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, চিকিৎসককে লাঞ্ছিত ও জিম্মি করায় কায়েস ও কৌশিক নামে দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর