সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
জমির মালিকানা নিয়ে টানাটানি

আরএমপি সদর দফতর নির্মাণকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর পুলিশ সদর দফতরের ভবন নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। যে জায়গায় ভবনটি নির্মাণ করা হচ্ছে, সেই জমির মালিকানা নিয়ে জেলা পরিষদ ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মধ্যে টানাটানি চলছে। দুই পক্ষের এমন টানাটানির মধ্যে গতকাল গণপূর্ত বিভাগ-১ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার জানান, নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জেলা পরিষদের সদর ডাকবাংলোটি আগে ৫ দশমিক ৯৪ একর জমি নিয়ে ছিল। এর মধ্যে দীর্ঘদিন আগে জমির পশ্চিম দিক থেকে ১ দশমিক ৩৯ একর জমি আরএমপির কাছে বিক্রি করা হয়। সেখানে আরএমপির সদর দফতর করা হয়। এরপর বাকি ৪ দশমিক ৫৫ একর জমিও বিক্রি করার জন্য আরএমপির পক্ষ থেকে জেলা পরিষদে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু তখন জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান না থাকার কারণে জমি বিক্রি করা যায়নি। কিন্তু তারপরও জেলা পরিষদের জমি দখল করে গত ফেব্রুয়ারি থেকে আরএমপির স্থায়ী সদর দফতর নির্মাণের কাজ শুরু করে। এদিকে গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গণপূর্ত বিভাগ-১ সার্কেলকে চিঠি দিয়ে ভবন নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহী গণপূর্ত বিভাগ-১ সার্কেলের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা জানান, তিনি রবিবার চিঠি পেয়েছেন। সেখানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।

আরএমপি কমিশনার হুমায়ুন কবীর বলেন, তারা জেলা পরিষদের কাছ থেকে কেনা জমিতে ভবন নির্মাণ করছেন। তারপরও জেলা পরিষদের পক্ষ থেকে যেহেতু অভিযোগ করা হয়েছে, সেহেতু বিষয়টি মন্ত্রণালয় দেখছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর