সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খালেদার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাই কোর্ট। এ মামলায় দ্বিতীয়বারের মতো হাই কোর্টে জামিন আবেদন করেন তিনি। গতকাল বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আবেদনটি গ্রহণ করে কার্যতালিকায় রাখার নির্দেশ দেয়। এর আগে ৩১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল। গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মীর হেলাল। পরে ব্যারিস্টার মীর হেলাল সাংবাদিকদের বলেন, আদালত আমাদের আবেদন গ্রহণ করছে, আদালত বলেছে যেদিন পেন্ডিং আপিলের জামিন শুনানি আসবে ওইদিন এটা কার্যতালিকায় থাকবে।

আশা করছি এ সপ্তাহে শুনানি হবে। যদি না হয় আগামী সপ্তাহে কার্যতালিকায় আসবে এবং শুনানি হবে।

গত ৩০ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দন্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করে হাই কোর্ট। একই সঙ্গে অর্থদন্ড স্থগিত এবং সম্পত্তি জব্দের ওপর স্থিতাবস্থা দিয়ে দুই মাসের মধ্যে ওই মামলার নথি তলব করে। এরপর ২০ জুন বিচারিক আদালত থেকে মামলার নথি হাই কোর্টে পাঠানো হয়। গত বছরের ১৮ নভেম্বর হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর