শিরোনাম
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

৩৩ দিন কারাভোগের পর নির্দোষ ব্যক্তিকে মুক্তির নির্দেশ

আদালত প্রতিবেদক

যৌতুক মামলায় ৩৩ দিন সাজা ভোগ করার পর নির্দোষ জামসু মিয়াকে কারা মুক্তির আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি জামসু মিয়াকে গ্রেফতারের জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কিশোরগঞ্জের ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মোর্শেদ জামান, পরোয়ানা তামিলকারী এসআই শামছুল হাবীব, এসআই ফারুক আহমেদ, এএসআই আবদুল হালিম, উজ্জ্বল ও আজিজুলকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেছে। গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ মিল্লাত হোসেন এ আদেশ দেন। কারাগারে থাকা ভুল আসামি মো. জামসু মিয়া কিশোরগঞ্জের ইটনা থানার উদিয়ারপাড়ার সিরাজুল হকের ছেলে।  এর আগে শুনানিকালে আদালতে মামলার বাদী মাহুরা খাতুন কারাবন্দী আসামি মো. জামসু মিয়া তার স্বামী নন বলে আদালতকে জানান। তিনি আরও জানান, মামলার পর জামিন পেয়ে তার স্বামী (প্রকৃত আসামি) ২০১৬ সালে মরিশাসে পালিয়েছেন। এখনো তিনি সেখানেই আছেন।

শুধু নামের মিল থাকায় জামসু মিয়াকে ৭ আগস্ট গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে করা যৌতুক আইনের এক মামলায় গত ৫ ফেব্রুয়ারি আসামির অনুপস্থিতিতে এক বছর তিন মাসের কারাদ  এবং ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন বিচারক। পরে কিশোরগঞ্জের ইটনা থানার ইটনা গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মো. জামসু মিয়ার (সাগর) বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর