abcdefg
city || Bangladesh Pratidin

শিরোনাম
চার লেন হবে হাটহাজারী খাগড়াছড়ি সড়ক চার লেন হবে হাটহাজারী খাগড়াছড়ি সড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফটিকছড়ির হেয়াকো-মানিকছড়ি-মাটিরাঙা-খাগড়াছড়ি পর্যন্ত সড়কটি সরু হওয়ায় প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের, ঘটে সড়ক দুর্ঘটনা। তবে এবার এ পথের যাত্রীদের যাতায়াতে নতুন সূচনা তৈরি হবে। ফটিকছড়ির হেয়াকো-মানিকছড়ি-মাটিরাঙা-খাগড়াছড়ি পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হবে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার যাত্রীদের যোগাযোগে নতুন দিগন্ত তৈরি হচ্ছে। ১৮ ফুট প্রস্থের সড়কটিকে ৩৪ ফুটে উন্নীত করা হবে। আগামী ২১ সেপ্টেম্বর দুপুরে হাটহাজারী বাস স্টেশনে সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ আনুষ্ঠানিকভাবে সড়কটির চার লেনে উন্নীতকরণের কাজ উদ্বোধন করার কথা। সড়ক ও জনপথ (সওজ) চট্টগ্রাম বিভাগ সূত্রে জানা যায়, হাটহাজারী-ফটিকছড়ির হেয়াকো-মানিকছড়ি-মাটিরাঙা-খাগড়াছড়ি পর্যন্ত ৩২ দশমিক ৫০ কিলোমিটার সড়কটি চার লেনে উন্নীত করা হবে। এ সড়কে নির্মাণ করা হবে ৩০৮ মিটারের ৩৮টি আরসিসি কালভার্ট। সড়ক-বাঁধ প্রশস্ত…

সর্বশেষ খবর