সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মাঠ গরম আওয়ামী লীগে জাপা-বিএনপি নীরব

রংপুর-৩
উপনির্বাচন

রেজাউল করিম মানিক, রংপুর

রংপুর সদর আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ও বিএনপির প্রার্থীরা এখনো দলীয় নেতা-কর্মীদের মাঠে নামাতে পারেননি। অপরদিকে আসনটি যাতে লাঙ্গলকে ছেড়ে দেওয়া না হয়, সে জন্য মাঠ গরম রেখেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকালও নগরীর বেশ কয়টি স্থানে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তাদের পক্ষে মাঠে নেমে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনও। রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে নৌকার মাঝি করায় দলের স্থানীয় নেতাদের মধ্যে এখন পর্যন্ত ঐক্য রয়েছে। তাদের দাবি, ভোটাররা নৌকা প্রতীকে নিজেদের রায় দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরই মধ্যে রাজুকে নৌকার প্রার্থী রাখার দাবিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও সাহিত্য সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়। গতকাল দুপুরেও রংপুর প্রেস ক্লাবের সামনে বৃষ্টিতে ভিজে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন অনেকেই।

রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেন, ‘এ আসনে নৌকা ছাড় দেবে কি দেবে না, এমন কোনো ইঙ্গিত আমরা এখন পর্যন্ত পাইনি। তবে রংপুরের মানুষ আর ছাড় দিতে চান না।’

রংপুর সদর আসনে অনেক নাটকীয়তার পর জাপার প্রার্থী করা হয়েছে সাদ এরশাদকে। এতে খুশি হতে পারেননি পার্টির স্থানীয় নেতা-কর্মীরা। মহানগর জাপা সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাফ জানিয়ে দিয়েছেন, এ নির্বাচন নিয়ে তার কোনো আগ্রহ নেই। তিনি দূরে থাকবেন। অপরদিকে মনোনয়নবঞ্চিত মহানগর জাপার সাধারণ সম্পাদক ইয়াসির            আহমেদও ক্ষুব্ধ। তিনি এবং অনুসারীরা কেউই নির্বাচনী মাঠে নেই। আওয়ামী লীগ বাদেও সাদের শক্ত প্রতিপক্ষ হচ্ছেন আসিফ। তার পক্ষে এরই মধ্যে মাঠে নেমেছেন দলের একটি অংশ। মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, ‘আমাকে মনোনয়ন বোর্ড সিলেক্ট করে পরে আবার সাদকে মনোনয়ন দেওয়া হলো। এতে শুধু আমাকেই নয়, রংপুরবাসীকেও অপমান করা হয়েছে।’ এদিকে নিজের দল পিপলস পার্টি অব বাংলাদেশকে বিলুপ্ত করে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রিটা রহমানকে আবারও ধানের শীষের প্রার্থী করায় রংপুরের নেতা-কর্মীরা খুশি হতে পারেননি। তাদের ধারণা ছিল, দলের স্থানীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু রিটা রহমানকে প্রার্থী করায় রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের তার পক্ষে নামাতে ব্যর্থ হয়েছেন দলের হাইকমান্ড। এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘হাইকমান্ডের সিদ্ধান্তে দলীয় নেতা-কর্মীরা হতাশ। ফলে তারা সিদ্ধান্ত নিতে পারছেন না রিটা রহমানের পক্ষে নামবেন কিনা।’

 

সর্বশেষ খবর