সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চার লেন হবে হাটহাজারী খাগড়াছড়ি সড়ক

তিন জেলায় যোগাযোগে নতুন দিগন্ত

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফটিকছড়ির হেয়াকো-মানিকছড়ি-মাটিরাঙা-খাগড়াছড়ি পর্যন্ত সড়কটি সরু হওয়ায় প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের, ঘটে সড়ক দুর্ঘটনা। তবে এবার এ পথের যাত্রীদের যাতায়াতে নতুন সূচনা তৈরি হবে। ফটিকছড়ির হেয়াকো-মানিকছড়ি-মাটিরাঙা-খাগড়াছড়ি পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হবে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার যাত্রীদের যোগাযোগে নতুন দিগন্ত তৈরি হচ্ছে। ১৮ ফুট প্রস্থের সড়কটিকে ৩৪ ফুটে উন্নীত করা হবে। আগামী ২১ সেপ্টেম্বর দুপুরে হাটহাজারী বাস স্টেশনে সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ আনুষ্ঠানিকভাবে সড়কটির চার লেনে উন্নীতকরণের কাজ উদ্বোধন করার কথা। সড়ক ও জনপথ (সওজ) চট্টগ্রাম বিভাগ সূত্রে জানা যায়, হাটহাজারী-ফটিকছড়ির হেয়াকো-মানিকছড়ি-মাটিরাঙা-খাগড়াছড়ি পর্যন্ত ৩২ দশমিক ৫০ কিলোমিটার সড়কটি চার লেনে উন্নীত করা হবে। এ সড়কে নির্মাণ করা হবে ৩০৮ মিটারের ৩৮টি আরসিসি কালভার্ট। সড়ক-বাঁধ প্রশস্ত করতে দেওয়া হবে ৬ লাখ ৪৬ হাজার ৫০৫ দশমিক ৬ ঘনমিটার মাটি। সড়ক ও জনপথ (সওজ) চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, ‘হাটহাজারী-ফটিকছড়ির হেয়াকো-মানিকছড়ি-মাটিরাঙা                -খাগড়াছড়ি সড়কটি বর্তমানে ১৮ ফুট প্রস্থের। এটি ৩৪ ফুট প্রস্থে উন্নীত করা হলে তিনটি জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। বিশেষ করে ঢাকা থেকে খাগড়াছড়ির যোগাযোগ কম সময়ের মধ্যে করা সম্ভব হবে। জানা যায়, ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইবিবিআইপি)-এর আওতায় সড়কটির কাজ শুরু হবে। বর্তমানে ১৮ ফুট প্রস্থের সড়ক দিয়ে জেলার যানবাহনগুলো যাতায়াতে সমস্যা হয়। বিশেষ করে সড়ক সরু হওয়ায় দূরপাল্লার বাসগুলোর মধ্যে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে।

 

 

সর্বশেষ খবর