সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জব্দ বালু ৭ লক্ষাধিক টাকায় নিলামে বিক্রি

মেঘনা ভরাট করে বালু ব্যবসা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁর পিরোজপুর ইউনিয়নের মেঘনা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদী ও সরকারি জায়গা দখল করে বালু ব্যবসা বন্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংস্থাটির নারায়ণগঞ্জ নদীবন্দর কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ করেন। পরে তা ৭ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। চার মাস আগে মেঘনা নদীর তীরে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ক্ষমতাসীন দলের একটি গ্র“প কিছুদিন ধরে মেঘনা নদীর তীর ভরাট করে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছিল। এ অবস্থায় গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ও বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্মপরিচালক শেখ মাসুদ কামালের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক মো. শহিদুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য। নারায়ণগঞ্জ বন্দরের যুগ্মপরিচালক শেখ মাসুদ কামাল বলেন, ‘শিগগিরই মেঘনা নদী দখলকারীদের বিরুদ্ধে আবারও অভিযান শুরু হবে। নদী দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই।’ উল্লেখ্য, চলতি বছরের ২০ থেকে ২৯ মে পর্যন্ত মেঘনা তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ছয় দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। এ সময় মেঘনা তীর ভরাট ও দখল করায় মেঘনা গ্র“প, আমান গ্র“প, ইউনিক গ্র“প, আল মোস্তফা গ্র“পের পলিমার ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স ডকইয়ার্ড ও কনকর্ড গ্র“পসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের দখলকৃত অংশ উদ্ধার করতে অভিযান চালানো হয়। ওই অভিযানে বেশ কিছু পাকা ভবন ও স্থাপনা এবং ডকইয়ার্ড উচ্ছেদ করা হয়। এ ছাড়া জব্দ বালু ও অন্যান্য সামগ্রী নিলামে প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকায় বিক্রি করা হয়। মেঘনার শাখা নদী ড্রেজার দিয়ে ভরাটের চেষ্টাকালে কমপক্ষে ১৭টি ড্রেজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর