সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় আদালতে প্রবেশকালে ছোরাসহ মহিলা আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদালতে প্রবেশের সময় একটি ছোরাসহ রোজিনা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল বিয়ের কাবিন সংগ্রহের জন্য ওই মহিলা আদালতে প্রবেশের সময় পুলিশ তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে একটি ছোরাসহ তাকে আটক করে। আটককৃত ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রোজিনার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার তুলাতলী গ্রামে। কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, সাম্প্রতিককালে কুমিল্লা আদালতে একটি হত্যাকান্ডে র ঘটনায় পুলিশ আদালতে নিরাপত্তা জোরদার করেছে। এরই অংশ হিসেবে গতকাল আদালতে প্রবেশকালে তল্লাশি    চালিয়ে ওই মহিলার ব্যাগে একটি ছোরা পেয়ে তাকে আটক করা হয়। রোজিনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে এটা বাড়ির ছোটখাটো কাজ করার ছোরা। শিশুরা এটা নিয়ে নাড়াচাড়া করায় তিনি ব্যাগে রেখেছেন। ভুলক্রমে সেই ব্যাগ নিয়ে কোর্টে চলে এসেছেন। তার প্রথম বিয়ে ডিভোর্স হয়েছে। দ্বিতীয় বিয়ের কাগজপত্রের জন্য তিনি এসেছেন। আমরা আরও খোঁজখবর নিয়ে তার বিষয়ে সিদ্ধান্ত নেব। উল্লেখ্য, চলতি বছরের ১৫ জুলাই কুমিল্লার আদালতে বিচারকের খাস কামরায় ঢুকে আসামি ফারুককে টেবিলের ওপর শুইয়ে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে।

 নিহত ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের অহিদ উল্লাহর ছেলে। ঘাতক হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে।

 

সর্বশেষ খবর