সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ১০টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনায় ১০টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল খুলনা জেলা উন্নয়ন সমন্বয় সভায় একথা জানানো হয়। সভায় শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক জানান, সরকার সারা দেশে মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি সংরক্ষণ ও উন্নয়নে কার্যক্রম শুরু করেছে। এ প্রকল্পের আওতায় খুলনায় ১০টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, ১৯৭১ সালে খুলনায় গণহত্যা, বধ্যভূমি, গণকবর ও নির্যাতন কেন্দ্রের সংখ্যা প্রায় ১ হাজার ২২৭টি। যার মধ্যে গণহত্যা ১ হাজার ১৫৫টি, বধ্যভূমি ২৭টি, গণকবর           ৭ এবং নির্যাতন কেন্দ্র ৩২টি।  জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

 

সর্বশেষ খবর