শিরোনাম
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রংপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

রংপুর প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে রংপুর নগরীর হারাগাছ এলাকার রাজমিস্ত্রিদের নিয়ে অনুষ্ঠিত হলো রাজসভা। শনিবার রাতে     রংপুর নগরীর কামাল কাছনার এলাকায় এসোড ট্রেনিং সেন্টারে এ রাজসভা অনুষ্ঠিত হয়েছে। নির্মাণ শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ৯০ জন রাজমিস্ত্রির অংশগ্রহণে রাজসভা অনুষ্ঠিত হয়েছে।

মেসার্স নাজির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল ম্যানেজার জিল্লুর রহমান, এরিয়া ম্যানেজার শামীউল ইসলাম, টিএসএম মমিনুল ইসলাম, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট দেশে জনপ্রিয় সিমেন্ট হিসেবে পরিচিতি লাভ করেছে, যার মূল অবদান রাজমিস্ত্রিদের। মানের কারণে খুলনা রূপসা নদীর ওপরে খানজাহান আলী সেতু, রামপাল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, অষ্টম চীন-বাংলাদেশ মৈত্রী (বেকুটিয়া) সেতু, মেহেন্দীগঞ্জ কদমতলী সেতুসহ দেশের বিভিন্ন বৃহৎ প্রকল্পে ব্যবহৃত হচ্ছে কিং ব্র্যান্ড সিমেন্ট।

অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর ও র‌্যাফেল ড্রর পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর