সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বার কাউন্সিলে লিখিত পরীক্ষায় বাদ পড়াদের এমসিকিউ লাগবে না

নিজস্ব প্রতিবেদক

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য ২০১৭ সালের লিখিত পরীক্ষায় যারা বাদ পড়েছিলেন তাদের এবার নতুন করে এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে হবে না। গতকাল বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর বার কাউন্সিলে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, যারা ২০১৭ সালে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু লিখিত পরীক্ষায় বাদ পড়েন এ বছর তাদের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে না। তারা শুধু লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পদ্ধতিতে নেওয়া পরীক্ষায় ৩৪ হাজার ২০০ জন অংশ নেন। এর মধ্যে ১১ হাজার ৮৪৬ জন উত্তীর্ণ হন। এর মধ্যে লিখিত পরীক্ষায় ৮ হাজার জন উত্তীর্ণ হন।

সর্বশেষ খবর