মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তৃণমূল চাঙ্গা, পদ পেতে তদবির

চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে জেলা-উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গাভাব দেখা দিয়েছে। পাশাপাশি চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিভিন্ন উপজেলা কমিটির মেয়াদ শেষ, নতুন কমিটি গঠন, ত্যাগী ও যোগ্য নেতার খোঁজসহ নানাবিধ আলোচনা চলছে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে। ঘোষণাও করা হয়েছে কয়েকটি উপজেলার সম্মেলনের দিন-তারিখও। এ নিয়ে উপজেলা পর্যায়ে দফায় দফায় প্রস্তুতি সভা, নেতা-কর্মীদের বৈঠক, বিভিন্ন চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে আলোচনা চলছে। তবে এসবের মধ্যে মুখ্য আলোচনা হচ্ছে ‘কারা’ গুরুত্বপূর্ণ পদে স্থান পাচ্ছেন। দলের জন্য ত্যাগী, রাজনৈতিক যোগ্যতা, অতীত কর্মকা , নির্যাতিত, হামলা-মামলাসহ নানাভাবে যোগ্যতা বিবেচনা করেই বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন যোগ্য নেতারা। এসব নিয়েই কেন্দ্র থেকে শুরু করে   তৃণমূলের শীর্ষ নেতাদের মধ্যেও চলছে নানা কৌশলী লবিং তদবির। তাছাড়া আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের কাছেও পদপ্রত্যাশী নেতারা ধরনা দিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম উত্তর জেলার রাউজান উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে ২১ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর হবে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের। এর আগে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উত্তরের অন্য উপজেলার সম্মেলনের তারিখ বর্ধিত সভার মাধ্যমে দ্রুত সময়েই ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাউজান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে উপজেলার সর্বত্র এখন সাজ সাজ রব। উৎসবের আমেজে উপজেলার কার্যালয়ে আসা-যাওয়ায় আছেন কমিটিতে পদপ্রত্যাশীরা। একইভাবে চট্টগ্রাম উত্তরের মিরসরাই, সীতাকু , সন্দ্বীপ, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলাতেও চলছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের জেলা-উপজেলার সম্মেলনের প্রস্তুতিও চলছে। এসব বিষয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে রয়েছে চাঙ্গাভাব ও উৎসাহ-উদ্দীপনা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর