মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোদে ধুলাবালি বৃষ্টিতে কাদা!

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরে নাগরিক ভোগান্তি থেকে কোনো মতেই মুক্তি মিলছে না। কর্তৃপক্ষের ‘অপরিকল্পিত’ আচরণে বৃষ্টি ও রোদ- দুটোতেই অন্তহীন ভোগান্তি। বৃষ্টি হলে কাদার ভোগান্তি এবং রোদ হলে ধুলাবালির দুর্ভোগ। তাছাড়া অতিবর্ষণে পড়তে হয় জলাবদ্ধতার মুখে। ফলে বিরামহীন দুর্ভোগে দিনযাপন করতে হচ্ছে নগরবাসীকে। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় চট্টগ্রামে। আবহাওয়া অফিস গত ২৪ ঘণ্টায় ১৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টির কারণে সড়কের কোথাও জমেছে পানি, কোথাও কাদাযুক্ত মাটি মাড়িয়ে পথ চলতে হচ্ছে। জানা যায়, চট্টগ্রাম নগরে চলছে ওয়াসার তিনটি প্রকল্প। এর মধ্যে ১৪ কোটি লিটার উৎপাদন ক্ষমতার কর্ণফুলী পানি শোধনাগার-২, ৯ কোটি লিটার উৎপাদন ক্ষমতার মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্প এবং চট্টগ্রাম নগরে পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন প্রকল্প। এসব প্রকল্পের আওতায় নগরের গুরুত্বপূর্ণ প্রায় ২০টি সড়ক কাটা হচ্ছে। বসানো হচ্ছে ৪৮ ইঞ্চির ট্রান্সমিশন পাইপলাইন। এসব সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। খোঁড়াখুঁড়ির সময় মাটি ও কাদামাটি সড়কে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব কাদামাটি মাড়িয়েই চলতে হচ্ছে যানবাহন ও                পথচারীকে। আবার রোদের সময় খোঁড়াখুঁড়ি করা মাটির ধুলাবালি উড়ে। ফলে বৃষ্টি ও রোদ দুটোতেই দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া অতিবৃষ্টি হলে মুখোমুখি হতে হয় জলাবদ্ধতার। চট্টগ্রাম পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন প্রকল্পের পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘আগামী জানুয়ারিতে একটি প্রকল্পের পুরো কাজ শেষ হওয়ার আশা করছি। কাজ চলাকালীন মানুষের দুর্ভোগ হচ্ছে, সেটা আমরা বুঝছি। তবে দুর্ভোগ কমাতে দিন-রাত সমানে কাজ করা হচ্ছে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর