মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
চসিক নির্বাচন

ইভিএম পদ্ধতিতে পরিবর্তন চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন-চসিক নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোতে শুরু হয়েছে হিসাব-নিকাশ। বিএনপিও নির্বাচনে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ইতিমধ্যে নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর আগ্রহী বলে জানিয়েছেন। তবে ইভিএম পদ্ধতিতে কিছু বিষয়ে আপত্তি তুলেছেন নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ অন্য    নেতারা। বিশেষ করে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের যে ২০ শতাংশ ভোটের নিয়ন্ত্রণ বা ভোটিং ক্ষমতা রয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছেন তারা। মহানগর বিএনপি নেতারা জানান, গত জাতীয় নির্বাচনে যেসব আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়, সেসব আসনে বিএনপির প্রার্থী ও সাধারণ ভোটাররা প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছিলেন। প্রথমবারের মতো ৬টি আসনে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় সাধারণ ভোটারদের অনেকেরই ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা ছিল না। ইভিএমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে গিয়ে গুলিয়ে ফেলেন। অনেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসার সহযোগিতার নামে ভোটারের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ না করে কৌশলে অন্য প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন বলেও অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি মেয়র নির্বাচনের পাশাপাশি চট্টগ্রামের মেয়র নির্বাচনেও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ঘোষণা দিলে বিএনপির পক্ষ থেকে এর সংস্কারের দাবি তোলা হয়।

নগর বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, ‘অনেক দেশে ইভিএম পদ্ধতিতে অতীতে ভোট হলেও বর্তমানে সেই পদ্ধতি আর ব্যবহার হচ্ছে না। তার পরও সরকার অনেকটা গায়ের জোরে মানুষকে বোকা বানাতে চায়। ইভিএম পদ্ধতির সবচেয়ে বড় নেতিবাচক দিক হচ্ছে- প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণে ২০ শতাংশ ভোট থাকা। এই ২০ শতাংশ ভোট একজন প্রিসাইডিং অফিসার তার পছন্দের প্রার্থীর পক্ষে প্রয়োগ করতে পারবেন। এ পদ্ধতির পরিবর্তন করেই ইভিএম ব্যবহার করতে হবে।’

নগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘৩০ ডিসেম্বর আগের রাতে ডাকাতি করে ভোটাধিকার হরণ করা হয়েছিল। সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মনে সন্দেহ রয়েছে। তাই ইভিএম পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। কারচুপির সুযোগ রেখে নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর