মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পিয়াজসহ ভোগ্যপণ্যের অস্থিরতা ঠেকাতে নীরব মন্ত্রণালয় : ক্যাব

নিজস্ব প্রতিবেদক

পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের অস্থিরতা ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসন নীরবতা পালন করায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব, চট্টগ্রাম। সংগঠনটি বলেছে- ব্যবসায়ীদের ওপর সবকিছু ছেড়ে দিয়ে সরকারের দায়িত্বশীল লোকজন দিবাস্বপ্নে বিভোর। জনগণের অবস্থা ত্রাহি। এ অবস্থায় বিকল্প বাজার হিসেবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি’র মাধ্যমে ভোগ্যপণ্য বিক্রি জোরদার করার দাবি জানিয়েছে ক্যাব।   গতকাল গণমাধ্যমে পাঠানো ক্যাব, চট্টগ্রামের বিবৃতে এ কথা বলা হয়। ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান বিবৃতে বলেন- সরকার বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক ছাড় দিলেও বাজারে তার প্রতিফলন ঘটেনি। ফলে বাজারে সবরকম নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে চলে গেছে। এ অবস্থায় জরুরিভাবে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, জেলা-উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরসহ সরকারের বিভিন্ন বিভাগ, ক্যাব, গণমাধ্যম ও চেম্বার প্রতিনিধি সমন্বয়ে বাজার তদারকি জোরদার করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়- ভারতে দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশীয় বাজারে দাম বাড়ানো হচ্ছে। অথচ ভারতে দাম কমলে ভোক্তারা তার সুফল পায় না। খুচরা বিক্রেতারা বলছে, আমদানি কম হওয়ার সুযোগ নিয়ে হিলি বন্দরের পাইকাররা কারসাজি করে পেয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীরা একে-অন্যের ওপর দোষ চাপিয়ে জনগণের নাভিশ্বাস তৈরি করেন।

সর্বশেষ খবর